তুমি আড়াল করে রাখতে পারো হয়তো দূরের গাঁয়
যেথায় আমি একলা বসে থাকবো নীরালায়।
ইট পাথরে গড়ে যেথায় দালান কোটা বাড়ি
সেই শহরে হয়তো আমায় পারবে যেতে ছাড়ি।
উঁচু টিলা পাহাড় যেথায় নির্জনে রয় পরে
সেথায় হয়তো আমায় ফেলে তুমি যাবে ছেড়ে।
ঢেউ যেখানে জেগে ওঠে ভাঙ্গতে নদীর পার
সেথায় মোরে রেখে যাবে না ফিরতে গো আর।
যতই তুমি চেষ্টা করো ভুলে যেতে মোরে
ততই পাবে আমায় খুঁজে তোমার হৃদয় জুড়ে।
স্মৃতির খাতার প্রথম পাতায় যার ছবিটি আঁকা
হাজার ভিড়েও সেই ছবিটি যায় গো অগ্রে দেখা।
বৃথাই যাবে ভুলে যাবার নানা রকম পন্থা
বাসীভাতের মতো নই আমি এতো সস্তা।
  (১৯/০৬/২০ইং,সকাল-১০:৩৬)