আমি যখন চলে যেতে চাই
সব কিছু রেখে
স্বার্থের পৃথিবী স্বপ্ন দেখায়
আগামীর সুখে।
মমতার সুতোয় জাল বুনে
হৃদয় জোড়ে
আঁচলের উষ্ণনতায় ঢেকে
রাখে বুকে ধরে।
বেহায়ামন বাঁধন চিহ্ন করে
পারেনা দূরে যেতে
দু'চোখ ভরে অশ্রু ঝরে
তবু তারে চায় সাথে।
অমানুষ বলে আমাকে যারা
তাড়িয়ে রাখে দূরে
আমি তো পারিনা তাদের মতো
ভুলে যেতে অগোচরে।
স্বপ্ন জয়ের গভীর নেশায়
সৃষ্টি সুখের তরে
প্রেমের পথে পৃথিবী আমায়
আগলে রাখে ধরে।
নীচুতলার অমানুষ আমি
যতই থাকি দুখে
শান্তি পাই ভবের হাটে
মানুষ থাকলে সুখে।