সমীরনের মাতাল হাওয়ায় দুলছে বাগে কলি
কাশবনে খোকা খুকী ছুটছে দুঃখ ভুলি।
নীল আকাশে সাদা মেঘের হরেক রকম ভেলা
বিলের জলে শাপলা কমল করে সুখের খেলা।
রোদ বৃষ্টির আনাগোনা নানা বেশে চলে
শিউলি বকুল কুড়িয়ে শিশু মালা পরে গলে।
ক্ষণে ক্ষণে ঋতুরানীর রূপ বদলের খেলা
দুরন্তপনা কিশোরীদের মনে বাড়ায় জ্বালা।
ভবের হাটে রঙ্গের মেলায় রঙ লেগে যায় মনে
সুবাস ছড়ায় শতফুল ফোটে বনে বনে।
উষ্ণ শীতল হাওয়ার খেলায় রাখাল বাজায় বাঁশি
বাঁশির সুরে প্রিয়ার মুখে ফোটে উঠে হাসি।
নদীর তীরে বক শালিকের অবাধ বিচরণ
মনের সাথে মন মিলিয়ে ঘুরে সারাক্ষণ।
বাংলামায়ের মনমাতানো রূপের ঝলক দেখে
শান্তির আভায় চিত্তগুলো ভরে উঠে সুখে।
জলকেলিতে প্রকৃতি ও আনন্দে ডুব
এমন দিনে তোমার কথা মনে পড়ে খুব।
           (০৯.০৯.২০ইং)