কিশোরগঞ্জ এর মানুষ আমি চিরকিশোর মন
আঁকা বাঁকা পথে কুঁড়াই নিত্য সুখের ধন।
মন্দ ভুলে সরল পথে সকাল বিকাল চলি
অবহেলার পুষ্প কলি আঁচলে লই তুলি।
মধুর মায়ায় বিরান ভূমি রসে পূর্ণ করে
হাসি মুখে ফুল ফসল নেই তুলে সব ঘরে।
রোজসকালে স্বচ্ছ জলে হয় গো সদা নাওয়া
ভবের হাটে খুব বেশি নেইকো মোর চাওয়া।
সবার সাথে মিলেমিশে থাকি সারাক্ষণ
সাদা মনের মানুষ যারা তারাই প্রিয়জন।
অলস অবোধ হয়ে আমি কর্মে দেইনা ফাঁকি
সবার সুখে মধুর স্বপন আপন মনে আঁকি।
মনানন্দে কর্মে কাটে আমার সারাবেলা
মলিন মুখে অনুরাগে বসাই খুশির মেলা।