সেদিন যদি আসতে বন্ধু আমায় ভালোবাসতে
ছন্নছাড়া মানুষকে পারতে ধরে রাখতে।
অনেক কথা বলার ছিলো যদি তুমি শোনতে
অনুরাগে জড়িয়ে ধরে হয়তো বুকে রাখতে।
বিরহকে সাথী করে যাচ্ছি অচিন প্রান্তে
যেথায় আঁধার খেলা করে সেথায় আমি থাকতে।
তিমির রাতে এলে কেন আজকে মোরে ডাকতে
নিদ্রাদেবী আর কি দেবে প্রভাত আলো দেখতে?
সেদিন যদি আমার ডাকে আসতে ফিরে কাছে
সোনার জীবন ধরার বুকে হতোনা গো মিছে।
শিকলপরা হাত দু'টি মোর খুবই অসহায়
লজ্জ্বা লাগে তোমার কষ্টে কি করিবো হায়!