কুজন লোকের ভয়ে যখন
সভ্যরা পথ ছাড়ে
মন্দেরা সব লাফিয়ে বেড়ায়
আনন্দে মন ভরে।
সৎ সাহসে অন্তরাত্মা
দেয়না যখন নাড়া
ভঙ্গুর সমাজ হয়না তখন
পুষ্টিতে আর খাড়া।
বাহাবা পায় অজ্ঞ লোকে
নিত্য পেশির জোড়ে
জ্ঞানীরা সব অন্ধ সেজে
দাঁড়িয়ে রয় দূরে।
দূর্বলেরা পায়না খোঁজে
শান্তি সুখের দেখা
অমানুষের শাসন ভারে
সভ্যরা হয় বোকা।