ওগো ললনা,এখনো তোমায় ভুলিনী
ভুলতে চেষ্টা করি কিন্তু তা পারিনী।
কারণ,তোমার মুখের সেই মধুময় হাসি
আমাকে আজো স্বপ্ন দেখায় রাশিরাশি।
চলার গতিতে তোমার আঁধারে পথ দেখি
স্বপ্ন কুড়াই বিষণ্নতা ভুলি বাদবাকি মেকি।
তোমার প্রেমানলে জ্বলেপুড়ে নিঃশেষ হই
যাতে সুখ পাও খুশি হও ঠিক আগের মতই।
তোমার সান্নিধ্যে বোধ জাগে অন্তর জুড়ে
কষ্টের ভার কমে মোহনীয় উষ্ণতায় চুপিসারে।
তোমার মমতায় সর্বাঙ্গের অশান্তি দূর হয়
অস্থিরতা কেটে যায় বাঁচতে খুব মন চায়।
প্রেরণা পেলে জীবনের পূর্ণতা ফিরে পাই
নির্জনে একাকি মানব মুক্তির গান গাই।
প্রতিক্ষণে যদিও তোমায় সেভাবে দেখিনা
কিন্তু সোহাগের মায়া আজো ফুরোয় না।
তোমার রূপ মাধুরী কবিতায় ফুটিয়ে তুলি
আগের মতোই অনুভবে রাখি,না ভুলি।
                  (০৬/০৬/২১ইং)