হরিলুটের বাজারে আজ অনেক লোকের ভীড়
সস্তা দামে পণ্য কিনে ফিরে আপন নীড়।
বস্তাভর্তি যতই থাকুক সাথে টাকা কড়ি
পথে ঘাটে নেই ঝামেলা ফিরতে কভূ বাড়ি।
অন্ধ বোবা দোকান মালিক প্রতি ঘরে ঘরে
বছর শেষে দোকান খালি শূন্য থাকে পরে।
নিয়ম নীতি শাসন বারণ সব গেছে উবে
সোনার রবি ডুবে গেছে উঠবে জানি কবে?
ভাঙ্গাবেড়া পেয়ে শিয়াল মুরগি চুরি করে
অবোধ মানব জাগলোনা আর রইলো ঘুমে পরে।
হরিলুটের চলছে খেলা শহর বন্দর গাঁয়
লাঞ্ছনা আর দুঃখ ব্যথা সইবো কত হায়!
            (২৩.০৯.২০ইং)