কালো আঁধার কেটে গিয়ে
হতো যদি ভোর
রবির ছোঁয়ায় পাখিরা সব
গানে ধরতো সুর।
গাঁয়ের কৃষক লাঙল নিয়ে
ছুটে যেতো মাঠে
খুশি মনে শিশুরা সব
বসতো আপন পাঠে।
ভোর বিহানে সকল জেলে
কাঁধে নিয়ে জাল
জলে নেমে মাছ ধরে
মাঠে দিতো টাল।
গাঁয়ের বঁধু সাঁঝের বেলা
কলসিতে জল ভরে
চলার পথে ঘোমটা টেনে
আসতো ফিরে ঘরে।
জ্যোৎস্নার আলো গায়ে মেখে
শীতল পাটিত বসে
রূপ কথার গল্প শুনে
মন ভরিতো হেসে।
জীবন থাকতে সুখের সেদিন
আর কি পাবো ফিরে
নাকি অন্ধঘরে বন্দি হয়ে
রইবো মোরা পরে?