তোমার কথা শুনলে আমার ভাল্লাগেনা কিছু
অযথাই তুমি আমার নিওনাকো পিছু।
তোমার কথা মানতে হলে শুনতে হবে গালি
আমার পিছে ঘুরোনা তাই শুধু খালিখালি।
বাবার আছে অটেল টাকা বনভরা তার জমি
দরিদ্র যে তোমার বাবা নেই কোন তার ভূমি।
আকাশ পাতাল ব্যবধানে হয়না কোন কাজ
আমার দিকে হাত বাড়িয়ে তাই পেওনা লাজ।
মিছে মায়ায় আমার পিছে কাটিওনা বেলা
টাকা ছাড়া এই জগতে হয়না প্রেম খেলা।
চোখের সামনে আর কোনদিন দেখিনা যে ছায়া
সময় থাকতে কেটে পর থাকলে প্রাণের মায়া।
স্বার্থের ফ্রেমে সকল প্রকার প্রেম অনুরাগ বন্দি
ডেকোনা তাই কাছে তোমার করতে প্রেমের সন্ধি।
মনের টানে ভালোবাসা যদিও কিছু হয়
স্থায়ীত্বের ক্ষেত্রে সেথায় নাকি আছে অনেক ভয়।
            (২৯.১০.২০ইং)