ছলছাতুরী ধোঁকাবাজীর
চর্চা এখন বেশি
সত্যবাবু অক্কা গেলো
ঝুলে গলায় রশি।
আপন মোহে সত্য লুকায়
মুখে রেখে হাসি
দিনের চেয়ে রাতে যারা
একটু দেখে বেশি।
পশুর মতো জীবন যার
সেই বসে চেয়ারে
মরার আগে মরে তারা
কষ্ট যাদের বাড়ে।
চাহিদা আজ বেড়ে গেছে
দেখি মানব মাঠে
সুখের আশায় নোংরা পথে
চলছে নিতুই ছুটে।
অল্প সুখে মন ভরেনা
এখন দেখি কারো
সময় থাকতে আসল চিনে
মন্দ সকল ছাড়ো।
    (২৪/০১/২১ইং)