কোথায় যেন হারিয়ে গেলো
মিষ্টি মধুর হাসি
দুঃখ ব্যথায় কাঁদে মানুষ
আড়ালে আজ বসি।
হিংসার তাপে মানব জমিন
পুড়ে হলো ছাই
ফুলের সুবাস জগৎ জুড়ে
কি করে ছড়াই?
নামে মানুষ কর্মে পশু
খোঁজলে বেশি পাই
ভিক্ষার ঝুলি কাঁধে কাঁধে
তাইতো দেখি ভাই।
তেল বিহনে আশার প্রদীপ
যায় যদি গো নিবে
আঁধার ঘরে কেমন করে
তোমরা বেঁচে রবে?
সোনার মাটি পতিত ফেলে
লাভ হবেনা ভবে
মন্দ ভুলে চলো আজি
ফসল ফলাই সবে।
আসবে আবার সুদিন ফিরে
প্রতি ঘরে ঘরে
মলিন মুখে ফোটবে হাসি
প্রভাত রবির তরে।