সুবাসিত কর্মগুলো যতন করে রেখো
নিদান কালে নীরব প্রাণে একটু চেয়ে দেখো।
আঁধার পথে আলোর রেখা পাবে খোঁজে তুমি
পুষ্প ফোটে খুশির বানে নাচবে হৃদয় ভূমি।
অনাদরে তোমার মনে যে দিয়েছে জ্বালা
অতীত ভুলে হর্ষে তারে দিও গলে মালা।
প্রতিশোধের অগ্নিশিখায় না ভাসিয়ে ভেলা
সৃষ্টি সুখের উল্লাসে নিতুই করো খেলা।
মন্দ লোকের মন্দ কথায় কান নাদিয়ে তুমি
মলিনমুখে প্রেম ঢেলে সুন্দর করো ভূমি।
বিরহতে অন্তর পুড়ে শান্তি হারায় মন
তোমার জন্য কেহ যেন হয়না গো এমন।
কর্ম দেখে খুশি মনে সবাই যেন হাসে
তোমার ভালোবাসায় যেন দেখতে ছুটে আসে।
ভবের মায়া ছেড়ে যেদিন তুমি যাবে চলে
গভীর মনোব্যথায় যেন সবাই অশ্রু ফেলে।