মনের কথা মনের মাঝে
গোপন রইলো আছো
কেউ বলেনি কাছে এসে
কেমন তুমি আছো?
দিন রজনী একা একা
কাটে গো মোর বেলা
যারে ভাবি আপন আমি
সেও করে গো হেলা।
চলার পথে পায়ে বিঁধে
শতেক কাঁটা রোজ
খুঁজে পাইনা ডানে- বায়ে
কেউ যে দিবে ডোজ।
চাঁদনী রাতে পাইনা খুঁজে
মনের চেনা মুখ
দু'চোখ বেয়ে অশ্রু ঝরে
ভাসো গো মোর বুক।
নিশী রাতে চাঁদের সাথে
মনের কথা বলে
ব্যর্থ হয়ে ফিরে আসি
আমার ঘরে চলে।
এমন করেই সময় গেলো
ক্ষণে ক্ষণে বয়ে
অতৃপ্ত মন সুখ পেলোনা
জীবন গেলো ক্ষয়ে।
(২২/০৪/২০ইং,সময়-রা১০:৫৮)