আশার বুকে বাসা
           মোঃতওহিদুল ইসলাম


বেদনার ঢেউ খেলে জল ভরা চোখে
ফিরে কেহ দেখেনা আছি কত সুখে।
রাত দিন একা একা আমি বসে ভাবি
কেন ভাসে চোখে মোর সেই স্মৃতি ছবি?
গত যাহা করে গেছে ধীরে ধীরে ক্ষত
তার কাছে তবু আমি আজো নই নত।
কষ্ট আর ব্যথা দেখে যে গেছে চলে
তারে ডেকে কাছে এনে নেবো নাকো কোলে।
গত দিনে ঘটে যাওয়া যত স্মৃতি আছে
সব কিছু লিজ দেবো নতুন এর কাছে।
তুমি যদি ভুলে গিয়ে হতে পারে সুখী
ঢের বেশি আমি পাবো মুছি যদি আঁখি।
আজ আর নেই মনে বেশি কিছু ক্ষোভ
সুখে থাকো সুখী হও তুমি ভবে খুব।
তরী বেয়ে খুঁজে নেবো আশা জাগা তীর
সেই চরে খুশি মনে গড়ে নেবো নীড়।
           (০৭.১১.২০ইং)