আমার মুখের এক মুঠো ভাত
নাও যদি কেউ কেড়ে
পাপের তাপে পূণ্য তোমার
হাওয়ায় যাবে উড়ে।
সুখের নিদ্রায় তোমরা যখন
ঘুমে থাকো মগ্ন
সেই সময়ে আমি ঘুমাই
ধূলো ময়লায় নগ্ন।
শীত গ্রীষ্ম সকল কালেই
কষ্ট মেখে গায়
দুঃখ ব্যথার জ্বালা সয়ে
সময় চলে যায়।
আমার খবর নেয়না কেহ
একটু কাছে এসে
ব্যথার জলে আমি যতই
হারিয়ে যাই ভেসে।
কষ্ট আমার জীবন সাথী
ময়লার স্তুপে বাস
তবু কিছু নিষ্ঠুর লোকে
হেসে দেয় গো বাঁশ।
এই দুনিয়ার রঙ্গ মঞ্চে
পাইনা খুঁজে সুখ
আশা নিয়ে বেঁচে থাকি
হৃদয ভরে দুখ।
   (১১/০৫/২০ইং,রাঃ১০:১৫)