খাঁটি জিনিস আবাদ হয়
আজো গ্রামে গ্রামে
হরেক রকম জিনিস পাবে
অনেক সস্তা দামে।
ফরমালিন নেই ফলে মাছে
সবজি পাবে তাজা
খাঁটি তেলে কৈ মাছ
পারবে খেতে ভাজা।
শিউলী বকুল হাসনা হেনার
নিঁখুত সুবাস পাবে
আনন্দে মন ভরে যাবে
যেথায় তুমি যাবে।
সাজের বেলা পাখ-পাখালির
শুনবে মধুর গান
দেখতে পাবে ক্ষেতে ক্ষেতে
দোলছে হাওয়ায় ধান।
রাখাল ছেলের বাঁশের বাঁশীর
শুনবে যখন সুর
ক্ষণিক মোহে ভুলে যাবে
মনের ব্যথা তোর।
বিলে ঝিলে শাপলা শালুক
ঢেউয়ের তালে দোলে
খুশিতে প্রাণ ভরে যাবে
দেখলে নয়ন মেলে।
আঁকা বাঁকা পথের ধারে
সারি সারি গাছ
তারি ফাঁকে হরেক ফুলের
দেখবে খুশির নাচ।
সহজ সরল গাঁয়ের মানুষ
ঝুট ঝামেলা মুক্ত
প্রেমের পথে মানব সেবায়
আজো তারা শক্ত।
যদি তোমার চায় গো মনে
এসো আমার গাঁয়
হাজার সুখ ভরে দেবো
তোমার ভাঙ্গা নায়।
    (১৬.০৭.২০ইং,বিঃ৬:০৩)