পুকুর পাড়ে হরেক ফুলের বসেছে আজ মেলা
এসো কিন্তু সকল ভুলে তুমি সাঁঝের বেলা।
জোনাক পোকা আলো জ্বেলে দিবে মেলা জুড়ে
কিনবো মোরা ফুলের মালা খুশির নায়ে চড়ে।
হুতুম পেঁচা গভীর রাতে গাছের ডালে বসে
দেখবে তারা আড়াল থেকে মুচকি মুচকি হেসে।
পুকুর জলের শাপলা ফুল লজ্জাতে মুখ ঢেকে
আড় নয়নে দেখবে শুধু প্রণয় খেলা সুখে।
নিদ্রাদেবীর কোলে যখন পড়বে সবাই ঢলে
ক্লান্তী ভুলার ছলে মাথা রাখবো তোমার কোলে।
বলবো দু'জন মনের কথা মিষ্টি হাসি মুখে
চিত্ত সুখে নাচবে তুমি জড়িয়ে ধরে বুকে।
কাক পক্ষী জানবেনা কেউ দু'টি মনের কথা
রঙ উল্লাসে বাঁধবো ঘর ভুলে সকল ব্যথা।
পণ করবো দু'জন মিলে ঐ মেলাতে বসে
চাঁদ তারা হারিয়ে যখন যাবে রাত্রি শেষে।
এমন সুযোগ আর পাবেনা মনে রেখো তুমি
আমায় পেলে ধন্য হবে তোমার হৃদয় ভূমি।
                   (১৫/৭/২১ইং)