অশ্রুঝরা প্রেম
               মোঃতওহিদুল ইসলাম


প্রণয় শোকে অশ্রু ঝরে
যদি হয় গো বন্যা
খুঁজে পাবে অমূল্য ধন
হীরা মানিক পান্না।
ধন্য হবে মানব জীবন
সুখের পরশ পেয়ে
হাসবে তুমি খুশি মনে
ধন্য নিজে হয়ে।
প্রেমের ঘাটে নিত্য হবে
চিত্ত সুখের মেলা
আপন মোহে টানবে কাছে
খেলতে মধুর খেলা।
রঙ উল্লাসে একই পথে
হবে চলা ফেরা
রবেনা কেউ দূরে দূরে
মনের মানুষ ছাড়া।
চুপিসারে ভাবের হাটে
হবে লেনাদেনা
শান্ত মনে জয়ের পথে
নিত্য দেবে হানা।
আপন মনে সুখের রথে
ঘুরে সারাবেলা
খুশির বানে গা ভাসিয়ে
বসায় প্রেমের মেলা।