আজো ভালো বাসি সেই তোমাকে
চাঁদ যেবা ভালো বাসে এই ধরাকে।
নদী যেবা ছুটে চলে সাগরের পানে
আমি লিখি কবিতা তোমার ধ্যানে।
আজো ভালো বাসি সেই তোমাকে
যে আশায় অলিরা চুমে ফুলকে।
ঝর্ণার ছুটে চলা সে গতির মতো
আমি চলি দিন রাত পাগলের মতো।
আজো ভালো বাসি সেই তোমাকে
যে আশায় বসন্তে কোকিল ডাকে।
বিরহকে ভুলে সদা খুঁজি সেই পথ
কভূ যদি পেয়ে যাই মিলনের মত।
            (১০/০১/২১ইং)