নরকের রাস্তায় স্বর্গ খুঁজে
লাভ হবেনা কিছু
ব্যর্থ পথে সময় দিয়ে
কেউ হবেনা নীচু।
প্রেমের পথে কর্ম সাধন
যেজন করে ভবে
শান্তি সুখের সন্ধান পায়
আপন ঘরে বসে।
ক্ষণিক মোহে অন্ধ সেজে
মন্দ নিয়ে কোলে
বাঁকা পথে কেউ যেওনা
আসল কভূ ফেলে।
ক্ষণিক জীবন স্বল্প সময়
খুব বেশি নয়
ভেবে চিন্তে কর্ম করো
প্রাণে রেখে ভয়।
কর্ম দেখে বিচার হবে
মরার পরে ভাই
এই কথাটি মনে রেখে
পথ চলো সদাই।
          (১৩.১০.২০ইং)