কিছু দেখায় কষ্ট বাড়ায় গোপন দহনে
কিছু দেখায় গভীর মায়ায় শান্তি পায় মনে।
চোখের ভাষা গোপন ভাষা বুঝা বড় দায়
এই জগতে যারা বুঝে তারা কিছু পায়।
এই ভাষা শেখার জন্য নেইকো বিদ্যাপিঠ
তবু কিছু লোকে ধরায় হয় গো বড় হিট।
এক নিমিশেই যায় গো তারা সকল কিছু বুঝে
আপন সুখে মনানন্দে সেথায় নেয় সব খুঁজে।
হাসি খুশির ঢেউয়ের তালে তরী বেয়ে যায়
ঝড়ো হাওয়ায় কেহ কেহ ডুবে মারা যায়।
তবু মানুষ জয়ের নেশায় যুদ্ধ করে চলে
বিজয় সুখে কেহ হাসে কেহ মরে জলে।
আমার চোখের সরল ভাষা কেউ না বুঝে ভবে
বাঁকা চোখে একটু দেখে সরে গলো সবে।