সত্য বলার শক্তি সাহস সকল গেছে টুটে
দৃষ্টি মেলে দেখবে যাহা রাখবে মনের নোটে।
কর্ণে যাহা শুনবে তুমি রাখবে শুধু মনে
প্রকাশ করার চিন্তা করলে ঘুরবে বনে বনে।
তপ্ত শীতল যত হাওয়াই লাগুক খালি গায়
সহ্য করে নিতে হবে হয়ে নিরুপায়।
বদলে গেছে সকল কিছু করার কিছু নাই
আশার মাঠের সকল ফসল পুড়ে হলো ছাই।
মানব মনের গুণ খেয়েছে ঘুণ পোকারা সব
অস্থিরতায় নিষ্ঠুরতা হচ্ছে তাই সরব।
    (২৭.০৮.২০ইং,সঃ৬:৪০)