ঐ কবিতা বলবে কবে
লাঞ্ছিতদের কথা
অশ্রু জলে ভিজে যাদের
দু'টি চোখের পাতা?
দু'মূঠো ভাত আজো যারা
পায়না খেতে ভবে
লজ্জা ভুলে তাদের কথা
বলবে তুমি কবে?
ঐ কবিতা গাইবে কবে
সর্বহারার গান
ভবের হাটে পায়না কেন
শ্রমিক আজো মান?
যাদের শ্রমে ঘামে ফলে
সোনার ফসল মাঠ
কষ্ট ব্যথা আজো কেন
তাদের ভাগ্যে জুটে?
ঐ কবিতা বলবে কবে
জুলুমবাজের কথা
অনাহারীর ঐ মুখের খাবার
কেড়ে নিচ্ছে কারা?
জ্ঞাণী গুণী অন্ধ সেজে
ঘুমায় যারা ঘরে
গাড়ি বাড়ি মালিক তারা
আজকে কেমন করে?
      (২১/০৩/২১ইং)