চলতে গিয়ে হঠাৎ যদি
কোথাও দেখা হয়
ভুলে যেও প্রথম দেখার
সেই প্রণয়ের ভয়।
আগের মতো বলবোনা আর
তোমায় কোন কিছু
লজ্জাতে সেই মুখটা ঢেকে
হেট করোনা নীচু।
গোপন কথা বলবোনা আর
ভয় পেয়োনা তুমি
প্রেম করার উচিত শিক্ষা
সব পেয়েছি আমি।
আমি শুধু দেখবো চেয়ে
ঐ পাষাণীর মুখ
যেই মুখের হাসি দেখে
আমার বাড়লো দুখ।
চোখে চোখে নীরব ভাষায়
আর হবেনা কথা
আমি চাইনা তোমার প্রাণে
আজো দিতে ব্যথা।
তোমার মনের ব্যথার কারণ
আমি চাইনা হতে
আমার জন্য তোমার ঘুম
নষ্ট করোনা রাতে।
       (২০/৩/২১ইং)