ভালোবাসা দাও
          মোঃতওহিদুল ইসলাম


বিবেকের ঘর আজ দেখি তালা বন্ধ
তাজা তাজা সব চোখ আজ যেন অন্ধ।
উঁচু উঁচু হাতগুলি শিকলে বন্দি
কথা আর কাজে দেখি স্বার্থের ফন্দি।
অন্যায় অবিচার হরদম চলছে
শোষণের কষাঘাতে অশ্রু ঝরছে।
শান্তির মহাবাণী জ্বলে পুড়ে ছাড়কার
এই যুগে নেই যেন কারো কোন অধিকার।
শক্তির কাছে দেখি সবকিছু নত
ধ্বংসের পথে আজ সকলি রত।
শ্মশানের পোড়ামাটি করে উর্বর
প্রেম দিয়ে ফুলে ফলে ভর বাড়ি ঘর।
হিংসায় ধ্বংস যতনে রতন
না হোক কর্ম পশুর মতন।