রঙ্গের হাটে রঙ্গের মেলা
ভাবের মাঠে ভাব
কথায় কথায় ঝগড়া করো
ক্যান এমন স্বভাব?
মনের সাথে মন মিলনের
সাধ যদি না জাগে
প্রেম কাননের সুবাস কিন্তু
পাবে নাকো ভাগে।
চোখ দেখে মনের কথা
যখন যাবে জেনে
বুঝে নেবে তুমি আছো
ঐ মানুষের ধ্যানে।
দূর থেকে ভাবের ভাষা
যখন যাবে বুঝে
জানতে পারবে কে তোমাকে
হন্যে হয়ে খুঁজে?
মনের সাথে মনের যখন
হয়ে যাবে সন্ধি
সুখের নেশায় প্রেমের খাঁচায়
তখন হবে বন্দি।
  (২৬.০৮.২০ইং,বিঃ৪:২০)