কি করে বন্ধু, বলি সেই সে কথা
তুমি যে গোপনে কত দিয়েছো ব্যথা।
স্মৃতির পাতা অশ্রু জলে সবই গেলো ভিজে
সব অপরাধ আমার কাঁধে তুলে নিলাম নিজে।
সকল দোষের দোষী আমি তুমি তুলসী পাতা
এখন তুমি কার সুখে বিছাও নকশী কাঁথা?
খেলার ছলে পুঞ্জিভূত অতীত স্মৃতি ভুলে
বিষেরবাঁশী আমায় দিয়ে ঘুমাও কার কোলে?
মুখে মধু অন্তরে বিষ আর ছলনার হাসি
সব হারিয়ে এখন বুঝি বন্ধু সর্বনাশী।
তবু আমার ক্ষমার দৃষ্টি তোমার সুখের তরে
আল্লাহ'তালা তোমার শান্তি নেয়নি যেন কেড়ে।
   (১০.০৭.২০ই,রাত-৯:৩০)