বন্ধু ভেবে এসো
     মোঃতওহিদুল ইসলাম


নষ্ট জলে মানব জমিন
তলিয়ে যাওয়ার পথে
কে ভাসাবে সোনার তরী
আজকে শক্ত হাতে?
দুর্ভাগা এই মানব জাতীর
নেই কি বাঁচার আশা
কে দিবে গো বল ভরসা
গড়তে সুখের বাসা?
কোথায় আছো তরুণ সোনা
আজ আগামীর সাথী
নির্ভয়ে সব এগিয়ে এসে
বাঁচাও মানবজাতী।
ঘুমের ঘরে শোয়ে আছো
তরুণ সমাজ যারা
কূলহারা এই জাতীর পাশে
দাও এসে আজ সাড়া।
অন্ধকারে আশার প্রদীপ
খুশি মনে জ্বেলে
অনুরাগের ছোঁয়া দিয়ে
নাওগো সুখে কোলো।
তোরাই জাতীর বল ভরসা
সৃষ্ট সুখের প্রাণ
কষ্ট ব্যথা সকল ভুলে
বাঁচাও জাতীর মান।