বুড়ু দাদুর হাত পায়ে নেইকো চলার জোর
দৃষ্টি শক্তি কমে গেছে তাই দেখেনা দূর।
বিবেক বুদ্ধি অচল অসার কর্মে দেখি তাই
ভালো মন্দ শুনার শক্তি সাধ্য তার নাই।
দাদুর কথা শুনে এখন কেউ করেনা কাজ
পদে পদে তাই দেখি সে পায় বিষম লাজ।
দুঃখ ব্যথায় অন্তর ফেঁটে চোখে ঝরে পানি
দাদু এখন কারো চোখের নয়কো নয়ন মণি।
চিন্তা রোগে ধরছে তারে বাঁচার উপায় নাই
পাশের গাঁয়ের কবিরাজে বলে গেলো তাই।
ঝাড় ফুঁকে আর কাজ হবেনা সমস্যা খুব বড়
দাদুর চিন্তা মন থেকে সবাই এবার ছাড়।
যা খেতে চায় বুড়ু দাদু সব এনে দাও তারে
কবে জানি প্রাণের দাদু যায় গো মোদের ছেড়ে।
শঙ্কা ভয়ে দাদুর পাশে নিতুই থাকি বসে
সে যে আমায় মন থেকে বড্ড ভালোবাসে।
              (২৬.১০.২০ইং)