ভাসাও তরী
         মোঃতওহিদুল ইসলাম


কষ্টের বনে সুখ পাবে
ধৈর্য্য এবং শ্রমে
তুমি যদি নিরাশ হয়ে
নাহি যাও থেমে।
কষ্ট বিনে এই জগতে
যায়না পাওয়া কিছু
ভবের হাটে তুমি কেন
থাকবে হয়ে নীচু?
জ্ঞানী গুণী সুখী যারা
দেখ আঁখি মেলে
দুঃখ ব্যথার চিহ্ন পাবে
খুঁজলে সবার দিলে।
স্মৃতির পাতায় অমর হয়ে
থাকতে যদি চাও
জ্ঞান সাগরের বুকে ভাসাও
খুশি মনে নাও।