কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে খুশিমনে আজ
কোকিল পাখি ডাকছে বনে ভুলে শরম লাজ।
উদাস হয়ে প্রিয়ার খোঁজে কোকিলে গায় গান
না যদি পায় সাথী তার চলে যাবে প্রাণ।
কুঞ্জবনে ভোমর অলি ফুলে ফুলে ঘুরে
চুমে চুমে মধু চুষে আনন্দে মন ভরে।
স্নিগ্ধ হাওয়া বইছে আজি শহর বন্দর গাঁয়
মনের মানুষ খোঁজে নিতে মিলন মেলায় যায়।
বসন্তের এই প্রথম দিনে প্রিয়ার মুখের হাসি
হার মেনে যায় জোছনাভরা নীল গগনের শশী।
ফুলের গন্ধে মনানন্দে সাথীর খোঁজে যায়
ভাগ্য যাদের ভালো ভবে তারাই তারে পায়।
নবীন প্রবীণ কেহ কেহ খোঁজবে নতুন জুটি
ভাগ্য দোষে প্রেম ভুলে কেউ নিবে শেষ ছুটি।