ললাটের দুঃখ গায়ে মেখে তুমি
প্রেম ঢেলে জগতে সাজালে ভূমি
অন্যায় অবিচার রুখিবার তরে
বিদ্রোহ করেছো জীবন ভরে।
আজীবন লিখে গেছো কবিতা ও গানে
মুক্তির দূত হয়ে মাঠে ঘাটে রণে।
লাঞ্ছিত বঞ্চিত শোষিতের দুখে
অবিচল ছিলে তুমি তাদের সুখে।
আল্লাহ রাসুলের শানে গান গেয়ে
নির্বাক হয়ে গেলে না জানি কি পেয়ে?
কর্ম গুণে নজরুল তুমি রবে অম্লান
ভুলবেনা এ জাতী তোমার অবদান।