কিযে করি পাইনা ভেবে
একলা বসে ভাবি
উল্টো পথে চলছে সমাজ
নেইকো থামার দাবী।
বঁধু সেজে কন্যা এখন
বর আনিতে যায়
সভ্যমানুষ লজ্জ্বাতে মুখ
আড়ালে লুকায়।
দিনে দিনে লজ্জ্বা শরম
যাচ্ছে দেখি কমে
নিত্যপণ্যের মূল্য বাড়লেও
মানবের দাম কমে।
মন্দ কাজের সকল হোতা
প্রতিপক্ষ দল
শাসন শোষণ করেও তারা
হচ্ছে হীনবল।
নষ্ট জলে টেংরা পুঁটি
পরছে শুধু ধরা
রুই কাতল আর রাঘববোয়াল
ছাড় পেয়ে যায় তারা।
নিয়ম নীতির ধার ধারেনা
যে যার মতো চলে
পশুর খাবার মানুষ হয়ে
খায় গো কিসের বলে?
কানার হাতে কুড়াল দিয়ে
তোমার থাকো সুখে
আমি না হয় চান্দের দেশে
যাবো মনের দুখে