মন্দ যতই বলুক তোমায়
হেসে কুজন লোকে
কান না দিয়ে সে কথায়
কর্ম করো সুখে।
নিন্দুকেরা দিন রজনী
পরের ত্রুটি খোঁজে
সরল পথের রাস্তা ভুলে
পাপকে সঠিক বুঝে।
খাঁটি মানুষ নয়তো ওরা
হিংসায় ভরা মন
ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি করে
আদায় করতে ধন।
অন্যের ভালো চায়না ওরা
আপন সুখের তরে
অশ্রু জলে বুক ভাসিয়ে
বেলা শেষে মরে।