সবই তো তুমি নিয়ছো কেঁড়ে
যাওনিতো বাকি কিছু রেখে
সৃষ্টি কৃষ্টি মনের সু্খ নিয়েছো
আধাঁরে জোর করে
কষ্টকে বরণ করে দিয়েছি সব
শুধু তোমার সুখের তরে।
ঐ সেদিনের বিবেকহীন কর্মে
সভ্যজন মুখ লুকিয়ে ছিল লাজে
অবাক বিস্মৃত হই আমি
তোমার এহেন ঘৃণিত কাজে।
কখনো ভাবিনী এমন হবে তুমি
রাক্ষসী ঐ হায়ানার মতো
মুখের মধুতে ধ্বংসীবে নীরবে
বিষাক্ত সর্পের মতো।
অবলীলায় সকলি নিয়েছি মেনে
অবোধ শিশুর মতো চেয়ে
বিদ্রোহ করিনী পাষাণের মতো
তোমার অমঙ্গলের ভয়ে।