দু'টি আঁখি বেয়ে যেই বুকে পরে জল
কষ্ট বেড়ে গিয়ে জ্বলে অনল
দেখেনি তা কেহ কভূ কি করে জ্বলে
পুড়ে শুধু দেহ মন বিষাদের ছলে।
মনে মনে অমিলে ব্যথা যায় বেড়ে
গান গায় বিরহে কেহ সুরে সুরে।
বড় কিছু নহে গো ছোট ছোট দ্বন্দ্ব
এই নিয়ে হয়ে যায় কারো ক্ষণ মন্দ।
দ্বন্দ্বের ছন্দে যেই পুড়ে দেহ মন
কেঁদে কেঁদে দূরে রয় নাহি পায় কাছে মন।
কেহ চায় ক্ষণ কাল থাক্ দূরে পরে
অতি লোভে কেহ চায় গত স্মৃতি ফিরে।
মন আর মননের ভাব বুঝা বেশ দায়
সুখে না হয় দুখে কেঁদে ঘুরে ফিরে তারে চায়।
ক্ষণে ক্ষণে বারে বারে তারে মনে করে
ক্ষত ব্যথা ভুলে সব যায় শেষে মরে।
                  (০৬/১২/২০ইং)