অপলক দৃষ্টিতে এভাবে চেয়ে
কি লাভ বলো শেষ বিদায়বেলা?
মাটির পুতুল ভেবে আমাকে নিয়ে
কতনা অনাদর অবহেলায় খেলছো নিষ্ঠুর খেলা।
অবহেলার শহরে মূল্যহীন এক ফেরিওয়ালা ভেবে
আঘাতের পর আঘাত করেছো
এই পাথরের বুকে
সব ব্যথা যন্ত্রনা ফুলের পরশ ভেবে সয়েছি নীরবে
অভিমান ভুলে ধৈয্য ধরেছি একাকী
তোমারী সুখের তরে
বুক ভরা আশা নিয়ে কতনা প্রহর গুণেছি তোমার অপেক্ষায়
সে খবর কি কখনো নিয়েছো নীরবতা ছেড়ে?
রঙ তামশায় আপন সুখে আমাকে রেখেছো সদা দূরে
দাওনি মোরে শান্তি সুখে থাকিতে জীবন ভরে।
ঘৃণাভরে  সদা সঞ্চিত প্রেম ফেলেছো নোংরা জলে।
নাওনি কভূ অনুরাগে টেনে তোমারী কোমল কোলে।
যে পথে একদিন এসেছিলাম এই   পৃথিবীকে ভালোবেসে
আজ সে পথেই যাচ্ছি প্রেমহীন এই সীমানা ছেড়ে
গভীর মমতায় জীবনের তরে আজ আর ডেকোনা কাছে
স্রোতহীন বন্ধ্যা নদীর ভালোবাসা আজ নিঃষ্ফল মিছে।
যা হবার তাই হয়েছে নিয়তির নিষ্ঠুর পরিহাসে
আমার স্মরণে আজ আর ফেলোনা দু'ফোটো অশ্রু জল,
পাষাণ হিয়া থাকুক অটুট যেমন ছিল আগে
শেষ কালে আজ দাওনা গো বিদায় নিঠুর হাসি হেসে।