নদ নদী খাল বিল
সবই আছে দেশে
শূন্য জলে সেথা আজ
লতা পাতা হাসে।
মাঝির কণ্ঠে যায়না শোনা
প্রাণ বিরহের গান
নদী এখন বিরান ভূমি
লাজে হারায় মান।
খাল বিল স্মৃতির পাতায়
থাকবে শুধু লিখা
খোকা খুকী দেখবে শুধু
মাঠের বুকে রেখা।
জলের বুকে ডাহুক পাখির
প্রণয় সুখের খেলা
জল সাঁতারে শাপলা তুলে
গাঁথবেনা কেউ মালা।
সেদিন হয়তো আসছে ধেয়ে
নয়তো বেশি দূর
সাঙ্গ হবে তাদের চলা
শুনছি করুণ সুর।