মুখোশধারী ভন্ড নেতা চাল চুরি করে
গরীব দুখী অনাহারী না খেয়ে মরে।
লজ্জ্বা শরম ভুলে তারা হাসি খুশি মনে
দিন দুপুরে ত্রাণের মাল নেয় গো চুরি করে।।
সেবার নামে ভন্ডনেতা কু-কর্মে রয় পরে
উচিত কথা বললে ওরা গাল মন্দ শুনে
খালি হাতে মনের দুখে বাড়ি আসে ফিরে।।
রোগে শোকে দিন রজনী কষ্টে যারা মরে
নেয়না খবর নেতাগণ আজ তারা কেমন আছে
যাদের টাকা পয়সা মেরে বাড়ি গাড়ী করে।।
পশুর মতো বিবেক তাদের হৃদয় নেই অন্তরে।
আল্লাহ তুমি ক্ষমা করে তাকাও  ওদের পানে
অসৎ কর্ম ভুলে যেন মানব সেবা করে।।
   (০৮/০৫/২০ইং,রাঃ০৯:৫৫)