বরব গলে বৃষ্টি হলে
সাতার কেটে জলে
দেখবো চেয়ে নতুন বঁধূ
দুষ্ট আঁখি মেলে।
মন মননে প্রণয় সুখে
খেলবে যখন ঢেউ
চোখের ভাষা বন্ধু ছাড়া
বুঝবেনা তা কেউ।
চোখের তারায় হঠাৎ যখন
জ্বলবে আলো ঘরে
অতীত ব্যথা ভুলে তখন
হাসবে সুখের তরে।
মনের যতো গোপন কথা
চুপে চুপে বলে
গভীর মায়ায় কাছে টেনে
চুমে নিবে কোলে।
জ্যোৎস্না ভরা চাঁদের আলো
লজ্জ্বাতে মুখ ঢেকে
হারিয়ে যাবে প্রভাত রবির
উষ্ণতার রঙ মেখে।