তোমার ঐ সুন্দর মুখখানা দেখে
বেদনা ঢেকে রাখি হাসি রেখে মুখে।
চোখ যদি বুঝে কভূ বিরহীর ভাষা
তবু তুমি সে পথের দিওনা আশা।
যে ভুলে হারালো জীবনের গতি
তারে কাছে ডেকে আর করুনা ক্ষতি।
যে পথে সুখ তুমি পেয়েছো খোঁজে
সে পথেই চাহিদা নিও সব বুঝে।
ফেলে আসা দিন ভুলে হও যদি খুশি
কারো কাছে বলবোনা তুমি ছিলে দোষী।
      (০৩.০৭.২০ইং,বিঃ৪:০২)