আগের মতো লেখা পড়ার নেইকো বেশি চাপ
পাঠশালা বন্ধ এখন তাইতো পড়া মাফ।
সকাল বিকাল খেলার মাঠে খেলে কাটাই বেলা
নাওয়া খাওয়া ভুলে এখন পথে ঘাটে চলা।
শাসন বারণ খুব বেশি নেই আগের মতো আর
রঙ উল্লাসে ঝগড়া ঝাটি করি হাজার বার।
দিঘির জলে নাইতে নেমে সাঁতার কাটি রোজ
কোন কিছু কেউ বলেনা আমরা যে অবুঝ।
বৃষ্টি হলে সবাই মিলে আম বাগানে যাই
ঝড় বৃষ্টিতে আম কুড়িয়ে মিলেমিশে খাই।
কাদা মেখে মাছ ধরে যখন আসি বাড়ি
মিষ্টি মুখে শুনি মায়ের নিতুই খুশির জাড়ি।
নানা ছলে হরেক কাজে পড়াকে দেই ফাঁকি
করোনা এসে সুযোগ দিলো তাইতো পড়া বাকি।
আলোর পথে যাত্রী যারা ভেবে দেখি আজ
এমন করে বেলা গেলে পাবো শেষে লাজ।
জগৎ জুড়ে জ্ঞানী গুণী আছেন যারা বসে
চিন্তা করে পথ বলে দেন স্কুলে যেতে হেসে।
                    (২২/০৬/২১ইং)