লিখে রেখো মোর নাম হৃদয় কোণে
যেখানে জমা থাকে স্মৃতি গোপনে।
যে ছবি দিবা নিশী ভাসে দু'চোখে
রেখোনা রেখোনা তারে গো দুখে।
ভুল ত্রুটি কম বেশি সকলেরই থাকে
ক্ষমা যারা পায় ভবে তারা রয় সুখে।
ক্ষমাশীল উত্তম দু'কূলের মাঝে
নির্বোধ হিংসায় মরে যায় লাজে।
আশা দিয়ে কারো মনে দিওনা ব্যথা
সুবোধ হলে তুমি মানিবে সে কথা।
জীবনের খেলাঘরে কত কিছু ঘটে
সব নহে সত্য যা কিছু যায় রটে।
ভালো যদি করে থাকি তোমাদের তরে
সে কথা বলে দিও মরনের পরে।