তুমি ঘুমাও অতীত ভুলে
নিদ্রাদেবীর কোলে
দেখবে সব ভুলে যাবে
কেউ ডাকবেনা ভুলে।
চোখের জল সেতো মূল্যহীন
সে জলে বন্যা হয়না
ভাসিয়ে নেয় না ঘর বাড়ি
সুতরাং কারো ক্ষতি হয় না।
ফুল সেতো ঝরে যায়
মাটিতে যায় মিশে
কত যে বেদনা লুকানো থাকে
বুঝিবে কি সে বিষে?
নিশী জাগা পাখির মনে
কত যে গো যন্ত্রনা
সে ছাড়া অন্যে তা
কভূ গো তা ঝোনা।
    (১৩/৮/২১ইং)