কালের স্রোতে রঙ্গের ভেলায়
হাসি মুখে এসে
কেন তুমি চলে গেলে
বিষাদ ছায়ায় শেষে?
মন মননে খুশির বীজ
বুনবে বলে ছিলে
শূন্য সেথা রইলো কেন
যাওনা মোরে বলে?
পারবেনা যা রাখতে ধরে
হৃদয় মাঝে তোর
কাছে ডেকে সোহাগ নিলে
কেন তুমি মোর?
খেলার ছলে প্রেমকে যদি
রাখবে তুমি দূরে
সন্ধ্যা প্রদীপ জ্বেলে ছিলে
কেন আমার ঘরে?
       (১৩/০১/২১ইং)