প্রতীক্ষার শেষ প্রহর কোথায় আমি তা জানিনা
নির্জনে নিঃসঙ্গ বসে তবু খুঁজি সে পথের ঠিকানা।
নির্লজ্জ আওয়াজ শুনি দূরের ঐ আকাশে
বেহায়ার মতো কে যেন আমায় দেখে হাসে।
নিদ্রা ভুলে গভীর রজনীতে হুতুম পেঁচার ডাক শুনি
অনুভূতির কম্পনে বুকের পাঁজর কাঁপে প্রহর গুণি।
দিকভ্রান্ত পথিকের মতো এদিক সেদিক ছুটে চলি
অবহেলার মনকে শান্তনা দেই নিভৃতে কষ্ট ভুলি।
ক্ষয়ে যাওয়া পাথরের বুক শ্যাওলা আবর্জনায় ঢাকা
পত্রবিহীন নগ্ন পৃথিবী দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে একা।
বিস্ময়ে স্তম্ভিত হই ছলনাময়ী ঐ অঙ্গের রূপ দেখে
আবেগ আপ্লুত হয়ে কখনও যদি ডাকে ঐ শোকে।
ক্লান্তী ভুলে অদৃশ্যের পথে যেভাবে আমি করি খোঁজ
বেদনায় পুড়ে না কি সে আজ ধরায় হয়েছে অবুঝ?
                      (২৬/০৬/২১ইং)