অভিমানে যেদিন তুমি বিদায় নিলে হেসে
অন্তরাত্মা কেঁপে ওঠে  থেমে গেলো শেষে।
বলার মতো ছিলো নাকো সেদিন কোন কিছু
শেষ দেখাটা দেখে ছিলাম মাথা করে নীচু।
ভেবে ছিলাম মনে মনে অতীত দিনের কথা
মানুষ কত পাষাণ হলে দিতে পারে ব্যথা।
অন্ধ মোহে আপন মানুষ হয় যে কত পর
বুঝে ছিলাম তোমার পানে দিয়ে শেষ নজর।
ভালো মানুষ কেমন করে স্বার্থের মোহে পরে
শ্রাবণ মাসের দিনের মতো রঙ বদল করে।
বিশ্বাসের যে নেইকো মূল্য প্রেম ভালোবাসায়
সেই প্রমাণ দিলে তুমি অশ্রুতে বুক ভাসায়।
তিলে তিলে গড়ে ওঠা মধুর মায়া মমতা
ধ্বংস করে দিলে তুমি ভুলে গিয়ে সততা।
এই জীবনে হয়তো খুঁজে পাবোনা সেই ঠিকানা
আমায় ভেবে কভূ তুমি নীরবে জল ফেলোনা।
সুখের আশায় যেই পথে যাত্রা করলে শুরু
আমি চাই তোমার সে পথ না হোক ভবে মরু।
কষ্ট ব্যথায় আমার চোখে যতই ঝরুক পানি
তবু আমি চাইনা তোমার হোক মানহানী।
                  (২১/০৪/২১ইং)