প্রেমকুমারী দ্বীপে যদি যেতে কেহ চাও
নিষ্ঠুরতার মন্ত্র ভুলে বাড়াও আজি পাও।
সেথায় গেলে দেখতেপাবে মনমিলনের
মেলা
মন জুড়াবে এক নিমিশেই দেখে প্রেমের খেলা।
স্নিগ্ধ পবন ধীরে বহে সকাল সন্ধ্যা সাজে
ক্লান্তিতে কেউ পায়না কষ্ট কারো কোন কাজে।
নাওয়া খাওয়া যায় ভুলে মন জমিনের চাষে
ব্যস্ত থাকে সবাই কাজে হৃদয় জয়ের আশে।
ঠাঁই নেই ঐ দ্বীপে কোন ছলনার
ছায়া ঢাকা মায়া যেন সুখী ললনার।
সন্ধ্যার প্রদীপ জ্বলে সোহাগের তেলে
দেখিবে শত আলো সেথা তুমি গেলে।
জীবনের সুখ সেথা পাওয়া যায় খোঁজে
আসে যারা ঐ দ্বীপে তারা প্রেম বুঝে।