নদীর বুকে চর জেগেছে
কাশবনের ঐ পাশে
শিশির ছোঁয়া ফুল সেথা
হাওয়ায় দোলে হাসে।
শিশির ঠোঁটে সোনার কণা
ঘাসের বুকে বুকে
ঘোমটা পরা লতা পাতা
নীরব নদীর বাঁকে।
স্বল্প কালের ক্ষণিক জীবন
শিশির পেয়ে কাঁদে
ভোরের আলো লুটে খায়
কেন তারে স্বাধে?
ভোর বিহানে খোকা খুকী
ফুল কুড়াতে এসে
নদীর তীরে পাখ পাখালির
মেলা দেখে হাসে।
            (২৩.১০.২০ইং)